:: নিজস্ব প্রতিনিধি ::
কিশোরগঞ্জে জাত-বর্ণ বৈষম্য বিলোপ কনভেনশন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১১ আগস্ট)কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পথিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পথিক বাদলের সভাপতিত্বে বাংলাদেশ বাসফোর যুব কল্যাণ পরিষদ ও বাংলাদেশ বাসফোর হরিজন যুব কল্যাণ পরিষদের সহযোগিতায় জাত-বর্ণ বিলোপে কনভেনশন- ২০২৩ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক এড: উৎপল বিশ্বাস।
বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদ কিশোরগঞ্জ জেলার সমন্বয়ক এড: শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি এড: মায়া ভৌমিক , কিশোর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ সরকার,কিশোরগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা অনিল চন্দ্র পন্ডিত, বাংলাদেশ জয়ভীম ছাত্র যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাস,পথিক ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অনিন্দ্র দাস রবি,আত্ননির্ভর বাংলাদেশের চেয়ারম্যান মো , মিজানুর রহমান, কাজল বাসফোর প্রমুখ।
বক্তারা জাত-পাত বিলোপের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা দিয়ে বলেন জাত-পাত এই আধুনিক যুগে এক অভিশাপ, সমাজে নিপীড়িত নিম্নবর্ণের হিন্দুরা সামাজিক, অর্থনৈতিক,শিক্ষা এবং রাজনৈতিকভাবে আজও শোষিত হচ্ছে। তাই জাত-পাত বিলোপ একান্ত প্রয়োজন।
জাতপাতের একমাত্র ভিত্তি হলো বর্নবাদ। তাই দ্রুত বৈষম্য বিরোধী কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন এবং মানবাধিকার বাস্তবায়ন দলিত ও হরিজন জনগোষ্ঠীর বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।
জাতপাতের বিরুদ্ধে সংগ্রাম তোলা, দ্রুত বর্ণবৈষম্য বিরোধী কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন ও ও মানবাধিকার বাস্তবায়নের কথা বলেন।