ওয়েপ এর উদ্যোগে কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত - Doinik Probaho
মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ওয়েপ এর উদ্যোগে কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদক
সাইফ
আগস্ট ১৫, ২০২৩ ৮:২৬ পূর্বাহ্ণ


মোঃ মিজানুর রহমান রিপন :
ওয়েপ এর উদ্যোগে কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ ১৫ আগষ্ট ২০২৩ কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে অবস্থিত স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আরডি’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, ডিএসও’র নির্বাহী পরিচালক শারমিন আক্তার জুই, সাপ্তাহিক শুরূকের নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ, ওয়েপ এর পরিচালক মোঃ তারা মিয়া ও বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বেলা ১১টায় ওয়েপ কার্যালয়, ছালেহা ম্যানসন, কলেজ রোড, হারুয়া, কিশোরগঞ্জে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সঞ্চালনায় ও আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবির সভাপতিতৃে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিনিয়র শিক্ষক মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ বাছির উদ্দিন বকুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুর রাশিদ, ডিএসও’র নির্বাহী পরিচালক শারমিন আক্তার জুই, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান রাজীব ও ওয়েপ’র পরিচালক মোঃ তারা মিয়া প্রমুখ। তাছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল শহীদদের জন্য দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মোঃ তাজুল ইসলাম। পরিশেষে আলোচনা সভায় অংশগ্রহণ করা সবাইকে বঙ্গবন্ধুর বই উপহার হিসেবে প্রদান করা হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত