কিশোরগঞ্জের জেলা পুলিশের পরিবেশনায় অভিশপ্ত আগষ্ট নাটক প্রদর্শিত
কিশোরগঞ্জের জেলা পুলিশের পরিবেশনায় জেলা শিল্পকলা একাডেমিতে অভিশপ্ত আগষ্ট নাটক প্রদর্শিত হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. জিল্লর রহমান , সাবেক এম পি দিলারা বেগম আসমা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল , বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল , পৌর মেয়র মাহমুদ পারভেজ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু সহ অন্যরা। ১৫ আগষ্টে জাতির জনক সহ তার পরিবারের হত্যা কান্ডর ভয়বহ চিত্রটি নাটকের মাধ্যমে জেলা পুলিশ প্রদর্শিত করে। নাটক দেখে আগত দর্শনাথীরা কান্নায় ভেঙ্গে পড়ে।