ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উদ্ভোধনের দিন আওয়ামীলীগের মহাসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূনের নেতৃত্বে কিশোরগঞ্জের জেলা সদর ও হোসেনপুরের আওয়ামীলীগের হাজার হাজার নেতা কর্মীরা অংশ গ্রহন করেছেন। অন্যান্যর মধ্যেে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান, যুব লীগ নেতা রাশেদ পল্লব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান হোসেনপুর উপজেলার নেতৃবৃন্দ। কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন জানান, উদ্বোধনের পর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার রাস্তা ব্যবহারের জন্য চালু করা হবে।
প্রকল্পের শুরু থেকেই বলা হয়েছিল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হয়ে ঢাকা ইপিজেড ও উত্তরবঙ্গের সঙ্গে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ঢাকার যানজট নিরসনে এক্সপ্রেসওয়েটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
তিনি আরো জানান, এটি জননেত্রী শেখ হাসিনার অন্যতম সাফল্য।