কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।রবিবার রাতে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমেদ এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ মুত্তাকীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ,জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি,ধর্ম বিষয়ক সম্পাদক একেএম সামসুল ইসলাম খান মাসুম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু,জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান আকন্দ,জেলা তাতীলীগের সভাপতি ইব্রাহীম খলিল,জেলা মৎস্যজীবীলীগের সভাপতি আহসান উল্লাহ,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রাশেদ জাহাঙ্গীর পল্লব,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান সহ আরো অনেকেই।
মতবিনিময় সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক বিভিন্ন অসহায় পরিবারের সদস্যদের মাঝে ২৬ লক্ষ টাকার চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।