বিনোদন প্রতিবেদক :
সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে ইউনিক ব্রাদার্স এল.টি.ডি. ইউটিউব চ্যানেলে নাটকটি আপলোড করা হবে।
জনপ্রিয় ইউটিউবার বর্তমান সময়ের তরুণ প্রজন্মের অন্যতম অভিনেতা দুর্জয় আহমেদ সানি অভিনয় করেছেন, এছাড়া কাশপ্রিয়া, সাইমুন সোহেল, আশিক চৌধুরী, জীবন , শিহাব, মাহীর সহ আরো অনেকেই অভিনয় করেছেন।
পরিচালক – মুহাম্মদ মামুনুর তুষার
প্রযোজক: ইউনিক ব্রাদার্স এল.টি.ডি.
নাটকটি নির্মাণ প্রসঙ্গে অভিনেতা দুর্জয় আহমেদ সানি বলেন— ‘আমি সবসময়ই জীবন ঘনিষ্ট গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। এ কারণেই এই গল্পটি বেছে নিয়েছি।
আমি চাই সবসময় আমার দর্শকদের বিনোদন এর মাধ্যমে কিছু ভালো মেসেজ দিতে, দর্শকরা তাই আমাদের এত ভালোবাসেন, দর্শকরা যেভাবে আমাদের নির্মাণের প্রশংসা করছেন এবং ভালোবাসা জানাচ্ছেন তা দেখে আমি নির্বাক,মুগ্ধ এবং বিমোহিত।’
ইউনিক ব্রাদার্স এল.টি.ডি. টিম এই নাটক নিয়ে অনেক সময় এবং শ্রম দিয়েছে।
এদিকে নির্মাতা মুহাম্মদ মামুনুর তুষার বলেন, “আমার প্রতিটি নির্মাণ দর্শকদের জন্য। তাই তারা যখন আমাদের কাজগুলো দেখে এবং তাদের ভালোলাগা-ভালোবাসার কথা জানান তখনই কাজের সার্থকতা অনুভব করি।
নিজের নতুন নাটক নিয়ে কাশপ্রিয়া বলেন, ‘নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। প্রচারের পর ভালোই সাড়া পাবে আশা করি। আর আমার মনে হয় নাটকটি বেশ বড় সাফল্য পাবে।’
মুহাম্মদ মামুনুর তুষারের পরিচালিত “ভুল করে প্রেম” নাটকটি ইউনিক ব্রাদার্স এল.টি.ডি. ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হবে।