নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আহসান হাবীব। বুধবার (২৭ সেপ্টেম্বর ) আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী ওসি কলিন্দ্রনাথ গোলদার এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করার আগে মোহাম্মদ আহসান হাবীব কিশোরগঞ্জ সদর মডেল থানায় পুলিশ পর্রিদশক (তদন্ত ও অপারেশন) সর্বশেষ জেলার ইটনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
নবাগত ওসি মোহাম্মদ আহসান হাবীবের বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানায়। তিনি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং বিভিন্ন সময়ে কাজের স্বীকৃতি স্বরূপ ৫৮টি পুরস্কার পান।