নিজস্ব প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পাকুন্দিয়া পৌরসভার বড়বাড়ী সড়কের মাস্টার কলোনী এলাকায় মোহাম্মদ আবুল কালাম এর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মানববন্ধনে মোঃ আবুল কালাম বলেন, আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার বাড়িঘর ভেঙ্গেছে ও আমার দোকানে তালা লাগিয়ে দিয়েছে কিছু দুর্বৃত্তরা। এই বিষয়ে পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।