কাটখালের শান্তিপুরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী খুন - Doinik Probaho
বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কাটখালের শান্তিপুরে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামী খুন

প্রতিবেদক
সাইফ
জানুয়ারি ২৪, ২০২৪ ৬:৫০ পূর্বাহ্ণ

মিঠামইন উপজেলা প্রতিনিধি :

.


কিশোরগঞ্জের মিঠামইনে ইভটিজিংয়ের জেরে নিজ ঘরে খুন হয়েছেন আবদুল মালেক (৪৫) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কাটখাল ইউনিয়নের শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্ত আবদুল মালেক (৩৫)। দৈনিক বাংলাদেশ সমাচার এর উপজেলা প্রতিনিধি উপস্থিত হলে নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত আঃ মালেক এর বড় ভাই মোঃ আঃ হামিদ বলেন বিগত অনেক দিন ধরে শান্তিপুর গ্রামের ওসমান মিয়ার ছেলের সাথে মৃত মালেক মিয়ার মনের গড়মিল চলে আসছিলো, বিভিন্ন সময় মৃত মালেক মিয়াকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মালেকের স্ত্রী সাজেদা বেগমকে বহুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের ওসমান মিয়ার ছেলে আবদুল মালেক (৩৫)। এ নিয়ে কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একাধিকবার বিচার দেন নিহত আবদুল মালেক।

নিহতের ভগ্নিপতি আবুল মিয়া জানান, সপ্তাহ খানেক আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামের কাছে মালেকের বিরুদ্ধে বিচার দেন নিহত আবদুল মালেক। তারপরও কোনো প্রতিকার হয়নি। মঙ্গলবার দুপুরে হঠাৎ নিহত আবদুল মালেকের ঘরে গিয়ে ওসমান মিয়ার ছেলে মালেক মিয়া ও সহযোগীরা মারপিট শুরু করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার খবর পেয়ে মিঠামইন থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কাটখাল পুলিশ তদন্ত্র কেন্দ্রের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন ঘটনার সমস্ত কিছু ক্ষতিয়ে দেখা হচ্ছে, সমস্ত তদন্ত শেষে আমরা রিপোর্ট পেশ করবো, যদি সত্যি হত্যাকান্ড হয়ে থাকে তাহলে অপরাধীরা কেউ ছাড়া পাবেনা,সঠিক বিচার পাবে নিহতের পরিবার।

সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) স্যামুয়েল সাংমা বলেন, প্রাথমিকভাবে জানা যায় পরকীয়ার জের ধরে খুন হয়েছেন আবদুল মালেক। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত