ইখলাছ উদ্দিন, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারী কলেজ মাটের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা.সৈয়দা জাকিয়া নূর লিপি।
সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষে বণার্ঢ্য কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্টানিকতা শুরু করে।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাসেল শেখ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদউল্লাহ, জেলা পরিষদ চেয়্যারম্যান অ্যাডভোকেট মো.জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম.এ.আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীলসমাজের নেতৃবৃন্দসহ স্ব স্ব প্রতিষ্টানের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।