:: নিজস্ব প্রতিনিধি ::
ঢাকা মিরপুর কল্যাণপুর বস্তি বেলতলা মাঠে ওয়্যারস প্রকল্পের অধীনে ব্লাস্টের আয়োজনে, লাউডাস ফাউন্ডেশনের সহায়তায় আজ ২৩ ফেব্রুয়ারী ২০২৪ইং, দিনব্যাপী লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে ব্লাস্টের প্রোগ্রাম স্পেশালিস্ট মো: তৈয়্যেবুর রহমান ও সিনিয়র স্টাফ আইনজীবী সিফাত-ই-নূর খানম, ঢাকা শ্রম আদালতের প্যানেল আইনজীবী রাবেয়া আফরোজ, জেলা জজ আদালতের আইনজীবী আল মামুন, ব্লাস্টের সিনিয়র আউটরিচ অফিসার মো: আমানুল্লাহ ও জুনিয়র ল’ অফিসার অটল চন্দ্র সরকার, জুনিয়র ল’ অফিসার হাবিবা আক্তার এবং প্যারালিগালগণ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে শ্রম সংক্রান্ত, পারিবারিক, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আইনি উপায়, নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানীর প্রতিকার সম্পর্কে আলোচনা ও আইনি পরামর্শ প্রদান করা হয়। শ্রমিক ও এলাকবাসীর সতস্ফুর্ত অংশগ্রহণ ও প্রশ্নোত্তরের মাধ্যমে ক্যাম্প সমাপ্ত হয়। ক্যাম্প থেকে বেশ কয়েকজন আইন সহায়তার জন্য আবেদনও করেন। এসময় ব্লাস্ট্রের প্রকাশিত বিভিন্ন সচেতনতামূলক বুকলেট, ব্রশিয়ার, লিফলেট, স্টিকার ইত্যাদি বিতরণ করা হয়।