কিশোরগঞ্জে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা করা মামলায় ৫ জনের কারাদণ্ড - Doinik Probaho
মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কিশোরগঞ্জে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা করা মামলায় ৫ জনের কারাদণ্ড

প্রতিবেদক
সাইফ
মার্চ ১২, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জে জায়গা জমির বিরোধের জেরে শিমুহা দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কাজিরগাও পশ্চিমপাড়া মসজিদের খতিবকে কুপিয়ে আহত করার মামলায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইউনুস খান এ রায় দেন।

এ সময় কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫ হাজার টাকা জরিমানাও করে আদালত। রায় ঘোষণাকালে ৭ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং দুই জন আসামি পলাতক ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জন আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। মামলার অন্য এক আসামি মৃত্যুবরণ করায় মামলা থেকে আগেই অব্যাহতি দেয়া হয়।

দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত রুহুল আমিন সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের আক্তার আলীর ছেলে। দেড় বছর কারাদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর মিয়া একই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। দেড় বছর কারাদণ্ডপ্রাপ্ত জীবন মিয়া একই গ্রামের মির্জালীর ছেলে। এক বছর কারাদণ্ডপ্রাপ্ত কাউসার মিয়া একই গ্রামের রুহুল আমিনের ছেলে। জসিম উদ্দিন একই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। অন্যদিকে আহত শিমুহা দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কাজিরগাও পশ্চিমপাড়া মসজিদের খতিব আঃ ছালাম সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, জায়গা জমির বিরোধের জেরে ২০১৮ সালের ২০ জুন আহত মসজিদের খতিব আঃ ছালামের বাড়ির সীমানায় দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোপায়। আঃ ছালামকে বাঁচাতে আসলে তাঁর তিন ছেলে ইখলাস, আলাউদ্দিন ও মিনহাজকেও কুপিয়ে আহত করে আসামিরা। এ সময় প্রতিবেশীরা ফেরাতে আসলে তাদেরকেও আহত করে আসামিরা। পরে আঃ ছালামসহ আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ২০১৮ সালের ২১ জুন আঃ ছালামের ছেলে ইখলাস উদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এদিকে আহতদের মধ্যে আঃ সালামের ছেলে ইখলাসের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে।

মামলাটির তদন্ত শেষে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানার তৎকালীন উপপরিদর্শক মাজহারুল ইসলাম খান আদালতে ৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন এবং একজনের অপরাধ প্রমাণিত না হওয়ায় অভিযোগপত্র থেকে অব্যাহতি দেন। মামলার ১০ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে আদালত রায় প্রদান করেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন ফজলে কাদির মুকুল ও রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এহতাশেমুল হক চৌধুরী জুয়েল।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এমপি লিপি

সাভারে পোশাক শিল্পের শ্রমিকদের সেবা প্রদান সহজীকরণে ব্লাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠিত

ইতিহাসে আজকের দিনে যা যা ঘটেছিল (২০ অক্টোবর)

মনোহরদীতে কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হাওরে পুলিশ ক্যাম্পগুলো জনগনের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে… এম পি তৌফিক

ইটনায় বিদ্যুৎপৃষ্ট নিহত পরিবারের পাশে এম.পি রেজওয়ান আহম্মেদ তৌফিক

‘‘আদালতে না গিয়েও শ্রমিকের পক্ষে অনলাইনে মামলার স্বাক্ষ্য দেয়া সম্ভব’’

শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত ১৭

আশুলিয়া এলাকায় ব্লাস্ট আয়োজিত লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত