:: নিজস্ব প্রতিনিধি ::
কিশোরগঞ্জ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক এম এ, আফজল, পৌর মেয়র পারভেজ মিয়ার সহ অন্যরা।
আলোচনা সভা শেষে এই মুক্তিযোদ্ধা পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।