কিশোরগঞ্জ। ২৪ জুনঃ
কিশোরগঞ্জ জেলা ছাত্রীলীগের সভপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, তার ভাই মোল্লা বাবুল, তাদের ভাগ্নে নাজমুল হোসেন হীরার বিরুদ্ধে পূর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে। তাদর ভাগ্নে হীর কে ময়মনসিংহ গাংগিনা পার থেকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রোববার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে মামলাটি করেন করেন এক নারী, আদালত মামলা টি আমলে নিয়ে কিশোরগঞ্জ মডেল থানাকে তদন্তকরে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী জানান, গত বছর ১৫ মার্চ সুমন ও বাবুলের ভাগ্নে হীরা বিয়ের প্রোলভন দেখিয়ে শারিরিক সম্পর্ক করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দিখিয়ে ঐ নারীর কাছ থেকে নগদ কয়েক লাখ টাকা, মোটর সাইকেল দামী মোবাইল ফোন আদায় করে অভিযুক্ত ৩ জন।