রহস্যঘেরা দানবীর বাদল রহমানের মৃত্যুর ১ বছর আজ - Doinik Probaho
সোমবার , ৮ জুলাই ২০২৪ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

রহস্যঘেরা দানবীর বাদল রহমানের মৃত্যুর ১ বছর আজ

প্রতিবেদক
সাইফ
জুলাই ৮, ২০২৪ ৭:২০ পূর্বাহ্ণ

রহস্যঘেরা দানবীর বাদল রহমানের মৃত্যুর ১ বছর আজ
মো. বাদল রহমান (৬৩)। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। দুই মেয়াদে সভাপতি হিসেবে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র। তবে রাজনীতিবিদ এবং ব্যবসায়ী এই দুই পরিচয় ছাপিয়ে তিনি পরিচিত ছিলেন একজন দানবীর হিসেবে। তার মৃতু‌্যর ১ বছর আজ। কিশোরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ সবক্ষেত্রে তিনি উদার পৃষ্টপোষকতা দিয়ে গেছেন। নিঃস্বার্থভাবে জীবনভর তিনি মানুষের কল্যাণে নিজের শ্রম-ঘামে অর্জিত অর্থ ব্যয় করে গেছেন। নিজের চরম দুঃসময়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন। অত্যন্ত অমায়িক ও বিনয়ী বাদল রহমান দল-মত নির্বিশেষে সকলের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। মহৎপ্রাণ এ মানুষটি হঠাৎ করেই যেন হারিয়ে গেলেন। গত বছর এ দিনে সকালে কিশোরগঞ্জ জেলা শহরের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রহস্যঘেরা তার এ মৃত্যুতে হতবাক কিশোরগঞ্জবাসী। এ ঘটনা সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। গত ১ বছর ধরে কিশোরগঞ্জে আলোচনার বিষয় যেন একটিই- কীভাবে মারা গেলেন বাদল রহমান? তবে তদন্ত সংশ্লিষ্টদের আশা, খুব শিগগিরই খুলবে সব রহস্যের জট।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ লাশ উদ্ধারের পর থেকে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণের মাধ্যমে তদন্ত করছে। এর অংশ হিসেবে ১ বছর আগে দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ফায়ার সার্ভিসের ডুবুরিদলের দুই সদস্য চরশোলাকিয়া এলাকার বেপারি বাড়ির পুকুরটিতে নেমে পুলিশ সুপারের নির্দেশনা অনুসারে তল্লাশি চালান। প্রায় ৩০ মিনিট সময় ধরে তারা এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী বিপিএম, মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে পুকুর থেকে লাশ উদ্ধারের আগের দিন গত শনিবার সন্ধ্যা থেকে রাতের বিভিন্ন সময়ের একাধিক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ১বছর আগের ফুটেজে

দেখা গেছে, শহরের খরমপট্টি সরকারি পুকুর পাড় সংলগ্ন মোল্লা বাড়ি ২য় তলায় ভাড়া বাসা থেকে বাদল রহমান শনিবার রাত ৮টা ৯ মিনিটে বের হয়ে যান। লাশ উদ্ধারের দিন পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ থেকে জানা গিয়েছিল, ১ বছর আগে শনিবার রাত সোয়া ৯টা ১৬ মিনিটে বাদল রহমান একাকি ঘটনাস্থল থেকে কিছুটা দূরের কানিকাটা সড়ক ধরে হাঁটছেন। ভাড়া বাসা থেকে সিসিটিভি ফুটেজের কানিকাটা সড়কটির দূরত্ব মাত্র ১০ মিনিটের হাঁটা দূরত্বের হলেও বাসা থেকে বের হওয়ার এক ঘণ্টা ৭ মিনিট পর সেখানে তাকে দেখা গেছে। মাঝের এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন, সেটিও একটি বড় প্রশ্ন। তবে তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য, তারা ভাড়া বাসা থেকে এ সড়কের আরও একাধিক সিসিটিভি ফুটেজ পেয়েছেন। সেসব পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। সব তথ্যই পাওয়া যাবে বলে তারা আশা করছেন। ১ বছর আগে সোমবার বাদল রহমানের বড় ছেলে আসিফুর রহমান শাহীল বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় দায়ের করে মামলায় অভিযোগ করেছেন, অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা পরস্পর যোগসাজশে একই উদ্দেশ্যে মো. বাদল রহমানকে অজ্ঞাতস্থানে শ্বাসরোধ করে বা অন্য কোনোভাবে হত্যা করে। পরে লাশ গুম করার লক্ষ্যে শহরের চরশোলাকিয়া বেপারি বাড়ি পুকুরের পানিতে ফেলে রাখে। মামলার এজাহারে বলা হয়, বাদল রহমানের দুই ছেলের মধ্যে বড় ছেলে আসিফুর রহমান শাহীল (৩১) একজন ব্যবসায়ী। ছোট ছেলে আবিদুর রহমান নাবিল (২৫) পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন । ৩ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর দুই মাস আগে বাদল রহমান দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে করার পর থেকে তিনি দ্বিতীয় স্ত্রী আয়েশা আহমেদ (৩৮)কে নিয়ে শহরের খরমপট্টি সরকারি পুকুর পাড় সংলগ্ন মোল্লা বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করার সময় মো. বাদল রহমান মানসিকভাবে হতাশাগ্রস্ত ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন। এ রকম পরিস্থিতিতে গত বছর শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাদল রহমান ভাড়া বাসা থেকে বাইরে বের হয়ে যান। পরে রোববার সকালে শহরের চরশোলাকিয়া বেপারি বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর তার নাক দিয়ে রক্ত সাদৃশ্য বের হতে দেখা গেছে। এ সময় তার পরিহিত গেঞ্জির বুক পকেট হতে তার ব্যবহৃত চশমা, প্যান্টের পিছনের পকেট থেকে টাকা ও বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডসহ মানিব্যাগ এবং প্যান্টের সামনের পকেট থেকে তার ব্যবহৃত স্মার্ট ফোন পাওয়া যায়। অন্যদিকে গত রোববার ময়নাতদন্তের পর মেডিকেল বোর্ডের প্রধান কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাকসুদুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে বাদল রহমানের মৃত্যু হয়েছে। এটি একটি সন্দেহজনক মৃত্যু। তাই পরীক্ষার জন্য ভিসেরা নমুনা মহাখালীতে পাঠানো হবে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কিন্তু এখন পর্যন্ত বাদল রহমানের আলোচিত রহস‌্যে র জট খুলেনি।

এদিকে গত বছর রোববার সকালে বাদল রহমানের লাশ উদ্ধারের পর থেকে এটিই হয়ে উঠেছে কিশোরগঞ্জের মূল আলোচ্য বিষয়। সহজ-সরল ও দানশীল প্রকৃতির রাজনীতিবিদ বাদল রহমানের মৃত্যুতে শোকের আবহ বিরাজ করছে জেলার রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে। তারা বাদল রহমানের মৃত্যুর রহস্য দ্রুত উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। গত বছর মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বাদল রহমানের মৃত্যুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল তাদের বক্তব্যে বাদল রহমানের মৃত্যুরহস্য দ্রুত উদ্ঘাটনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান। মিলাদ মাহফিলে বক্তাগণ বলেছিলেন , বাদল রহমান প্রকৃত অর্থেই একজন ভালো ও দানশীল মানুষ ছিলেন। এমন মহৎ হৃদয়ের মানুষ এ যুগে বিরল। তারা বাদল রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এ ছাড়া মরহুমের পরিবারসহ বেশ কয়েকটি সংগঠনের আয়োজনে বাদল রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়। এর পর থেকে তার হত‌্যার রহস‌্য আজ ও মানুষের অজানা । কিশোরগঞ্জের সাধারণ মানুষ বাদল রহমান হত‌্যাকান্ডের বিচার চায় । মামলাটি বর্তমানে পি বি আই য়ে তদন্তাধীন আছে বলে জানা গেছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

আমি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে বলে একটি ক্লিনিকেও আমার চাকরি হয়নি- ডা. জাকিয়া নূর লিপি এমপি

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কি ছোঁয়ায় বদলে গেল ?

শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

কিশোরগঞ্জে জেলা আওয়ামীলীগ নেতা বাদল রহমানের রহস্য জনক মৃত্যুতে প্রতিবাদ সভা

আব্দুুল গণি কারিগরি স্কুুল এন্ড কলেজের বাৎসরিক মিলাদ মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান

তাড়াইলের উদীয়মান কিশোর ফুটবলার সানজিদ পেলো ৫ হাজার টাকা

প্রাথমিকের তৃতীয় ধাপের ফল নিয়ে চাকরিপ্রার্থীদের অসন্তোষ

রহস্যঘেরা দানবীর বাদল রহমানের মৃত্যুর ১ বছর আজ

সোনাইমুড়ীতে দোকানে মাল কিনতে ঢুকে দেখল ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

নড়াইলের বিস্তীর্ণ মাঠ জুড়ে ইরি-বোরোর সবুজ শীষ দোল খাচ্ছে