ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটুক্তিকরে বক্তব্য প্রদান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা। শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধার সন্তানরাও অংশনেন ও বক্তব্য রাখেন।
কোটাবিরোধীদের বিতর্কিত স্লোগান ‘আমি কে, তুমি কে রাজাকার, রাজাকার’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মুক্তিযোদ্ধারা।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মাহবুবুল হক, আসাদ উল্লাহ, আব্দুল মান্নান, বাসির উদ্দিন ফারুকী, আনোয়ার কামাল সহ বীর মুক্তিযোদ্ধা ও সন্তানেরা । এতে সঞ্চালনা করেন কিশোগরগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মনোয়ার হোসাইন রনী।
বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে বলেন বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান তাদেরকে হেয় প্রতিপন্ন করে কোন বক্তব্য প্রদান করলে তারা আবার ও মাঠে নামবেন বলে জানিয়েছেন ।