সাইফুল্লাহ সাইফ, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ জেলা পুরাতন মোটরসাইকেল ব্যবসায়ী মালিক সমিতি পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিক মোঃ আলাউদ্দিন শুভ এর দিগন্ত মটরস কার্যালয়ে মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত সভায় পুরাতন মটর সাইকেল ব্যবসায়ী মালিকদের নিয়ে সবার সম্মতিক্রমে এই পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা কমিটিতে রয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার রাজশাহী অটোমোবাইল ওয়ার্কসফ এর প্রতিষ্ঠান সত্বাধিকারী মোঃ সেলিম আহমেদ, কটিয়াদি উপজেলার তামিম মটরস এর মোঃ রফিকুল ইসলাম,

সততা বাইক কর্নার কিশোরগঞ্জ এর আব্দুস সালাম (সোহেল), কটিয়াদি উপজেলার বিসমিল্লাহ মটরস এর আঃ সাত্তার, কটিয়াদি উপজেলার মক্কা মটরস এর আব্দুল মান্নান, গোলাপ মটরস, কিশোরগঞ্জ এর মোঃ গোলাপ মিয়া, পাকুন্দিয়া উপজেলার নাবিল মটরস এর মোঃ সুলতান উদ্দিন, পাকুন্দিয়া উপজেলার জননী বাইক কর্নার এর মোঃ লতিফুল হক, ভাই ভাই মটরস, কিশোরগঞ্জ এর বাবুল মিয়া, হোসেনপুর উপজেলার রাজন মটরস এর মোঃ রাজন, দিগন্ত মটরস-০৩ কিশোরগঞ্জ এর মোঃ ইখলাছ উদ্দিন, তাড়াইল উপজেলার পদ্মা মটরস এর মোঃ ইকরাম হোসেন।