:: নিজস্ব প্রতিনিধি ::
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ওয়্যারস-৩ প্রকল্পের আয়োজনে, লাউডাস ফাউন্ডেশনের ( Laudes Foundation ) সহযোগিতায় গাজীপুর জেলার টঙ্গী লস্করপাড়ায় গত শুক্রবার (১১ অক্টোবর’২৪) দিনব্যাপি লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এলাকায় বসবাসকারী দরিদ্র ও অসহায় জনসাধারণ, বিশেষ করে শ্রমিকদের মধ্যে আইনি প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান, আইন সহায়তার জন্য আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদানের উদ্দেশ্যে ‘লিগ্যাল এইড ক্যাম্প’অনুষ্ঠিত হয়। এছাড়াও জেন্ডার ভিত্তিক ও নারীর প্রতি সহিংসতা ও তার প্রতিকার, যৌন হয়রানীর প্রতিকার, শ্রম আইন, পারিবারিক এবং জমিজমা সংক্রান্ত বিষয়ে বিষয় ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর গ্রহণ করা হয়।
ব্লাস্ট-এর ইকোনমিক জাস্টিস ক্লাস্টারের প্রোগ্রাম স্পেশালিষ্ট মো: তৈয়্যেবুর রহমান এর সঞ্চালনায় এসময় বিষয় ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর ও আইনি পরামর্শ প্রদান করেন – ব্লাস্টের প্যানেল আইনজীবী ও জেলা জজ আদালতের অ্যাড. রবিউল ইসলাম, ঢাকা শ্রম আদালতের অ্যাড. শারমিন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন- ব্লাস্ট-এর সিনিয়র আউটরিচ অফিসার মো: আমানুল্লাহ, ব্লাস্ট এর স্টাফ আইনজীবী অ্যাড. শেখ আহমেদুল কায়সার, ব্লাস্টের স্থানীয় প্যারালিগ্যাল যথাক্রমে- সোহেল খান, নাসরিন সুলতানা, নাহিদ ইসলাম, এস.এম মাহমুদুর রহমান, বিল্লাল হোসেন প্রমূখ।
ক্যাম্পে গার্মেন্টস ও অন্যান্য শিল্পের শ্রমিক, আত্মনির্ভর দল ভলান্টিয়ার, শিক্ষক, ছাত্র, গৃহিণী, কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় চার শতাধিক মানুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।