সেরা গ্রন্থকিশোর ও পাঠক বন্ধু অন্বেষণের মধ্যে দিয়ে জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Doinik Probaho
বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সেরা গ্রন্থকিশোর ও পাঠক বন্ধু অন্বেষণের মধ্যে দিয়ে জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
সাইফ
জানুয়ারি ৯, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :

জ্ঞানতীর্থ গ্রন্থগারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ০৮ জানুয়ারি বিকেল ৪টায় পাঠাগার প্রাঙ্গণে পাঠাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিকের স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পাঠাগারের ২য় শ্রেণির ছাত্রী বুশরা খানম।
অনুষ্ঠানের ১ম পর্বে “গ্রন্থকিশোর “নামে সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।এতে কিশোরগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।ভোরের আলোর প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগীয় প্রধান,করিমগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক মো: শাহজাহন শাজু।প্রধান আলোচকের বক্তব্য প্রদান করেন ছোবহানিয়া দাখিল মাদ্রাসার প্রভাষক ও বিশিষ্ট কবি আমিনুল ইসলাম সেলিম। কিশোরগঞ্জ জিলা মডেল স্কুলের শিক্ষক মো: কবির হোসেন, অথৈতাথৈ পাঠাগারে সভাপতি শরীফা আক্তার, অথৈতাথৈ পাঠাগারের সহসভাপতি মো: হারেছুজ্জামান শেখ। জ্ঞানতীর্থ গ্রন্থাগার সদস্যদের মধ্যে ওয়ারেন্ট অফিসার মো : নজরুল ইসলাম। ব্যবসায়ী খাইরুল ইসলাম, ব্যবসায়ী জাহের মিয়া। রাখাল চন্দ দাস, হিরন আকন্দ প্রমুখ।
২য় পর্বে আমন্ত্রিত অতিথিদের নিয়ে “গ্রন্থ কিশোর “প্রতিযোগিতার মনোগ্রাম উন্মোচন করা হয় ও পুরস্কার প্রদান করা হয়। ১ম পর্বের “সেরা গ্রন্থ কিশোরের” খেতাব অর্জন করে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো: আবদুল্লাহ।
২য় সেরা গ্রন্থকিশোর
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবি এম আবদুল্লাহ। ৩য় সেরা গ্রন্থকিশোর আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাসাঈদ রহমতুল্লাহ।
“পাঠক বন্ধু ” পুরস্কার পায় এবি এম আবদুল্লাহ।শিক্ষা শাখায় বিশেষ অবদানের জন্য প্রদান অতিথি অধ্যাপক মো: শাহজাহান শাজুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সনি ইলেকট্রনিকসের ব্যবস্থাপক মো: মাজেদুল ইসলাম।কেক কাটায় অংশ গ্রহণ ও সভাপতির সমাপ্তি বক্তব্য প্রদানের মাধ্যমে জ্ঞানতীর্থ গ্রন্থাগারের ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত