ইখলাছ উদ্দিন, কিশোরগঞ্জ সদর :
কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কোদালিয়া শহুরউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান কাঞ্চন (৫৭)।
সোমবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। তাঁর বাড়ি চৌদ্দশত ইউনিয়নের বাটাইল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলেরঘাট থেকে অটোরিকশা করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। চৌদ্দশত পেট্রোল পাম্পের কাছে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি মটরসাইকেল তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাঁর অকাল মৃত্যুতে কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।
তার প্রথম নামাজে জানাজা কোদালিয়া শহর উল্লাহ ইসলামী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা চৌদ্দশত ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
তিনি স্ত্রী ,দুই ছেলে এক মেয়ে আত্মীয়-স্বজন রেখে গেছেন ।
কোদালিয়া শহুর উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আ. মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি হাবিবুর রহমান কাঞ্চনের মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।