পদ্মা সেতুর উদ্ভোধনে মিঠামইনে মিষ্টি মুখ করালেন এম পি তৌফিক
মিঠামইন প্রতিনিধি ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ জুন) দেশে পদ্মা সেতুর শুভ উদ্ভোধন করেন।
অনেক আশা আকাঙ্খার স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্ভোধনে সারা দেশের মানুষের খুশির উল্লাস জাগ্রত করে। এই শুভ উদ্ভোধন উপলক্ষে কিশোরগঞ্জের মিঠামইনেও বিরাজ ছিল উৎসবমুখর পরিবেশ।
সবাইকে সাথে নিয়ে পদ্মা সেতু উদ্বোধনের খুশি ভাগাভাগি করতে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সকল লোকজনকে একত্রিত করে উৎসব মুখর পরিবেশে শনিবার (২৫ জুন) দলীয় কার্যালয়ে সকলকে মিষ্টি মুখ করান।
সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের নেতৃত্বে এক বিশাল আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে পদ্মা সেতু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, সদর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফ কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া প্রমূখ।