প্রবাহ নি উজঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক মঙ্গলবার দুপুরে দিবসের অনুষ্ঠানে বলেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে না পাঠালে নাকি খালেদা জিয়ার চিকিৎসা হবে না। আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায়? তাহলে তো আদালতের কিছুই আর বাকি থাকবে না। আমরা সবাইকে বিদেশে পাঠাবো?।
তিনি বলেন, এ দেশে গুম, খুন শুরু করেছেন জিয়াউর রহমান। ভোটে কারচুপিও শুরু করেছিলেন জিয়া। মানবাধিকার নিয়ে যারা জ্ঞান দেয়, ১৫ আগস্ট তারা কোথায় ছিল? জিয়াউর রহমানের আমলে যারা নিখোঁজ হন তাদের আজও খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, যুদ্ধাপরাধী, ১৫ আগস্টের ঘাতকরা দেশের উন্নতি পছন্দ করেন না। বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধীদের স্বজনরাই বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অপপ্রচারের উপযুক্ত জবাব দিতে হবে। তবে আমরা সংঘাত চাই না।
বঙ্গবন্ধু প্রসঙ্গে তিনি বলেন, কোন বাঙালি বঙ্গবন্ধুকে মারতে পারে তিনি কখনো বিশ্বাসই করেন নি।
প্রধানমন্ত্রী বলেন, খালেদাকে বিদেশ পাঠাও, আহ্লাদের আর শেষ নেই। তার নাকি লিভার পঁচে গেছে, কি খেলে লিভার পঁচে আপনার সবাই জানেন, আমি সেটা বলতে চাই না।
বিএনপির ক্ষমতার সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কী হয়েছিল ঢাকা শহরে, বিদ্যুতের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার। সারের জন্য মাঠে নামায় ১৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, আমরা ৯৬ সালে ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে গেলাম, খালেদা জিয়া ক্ষমতায় এসে সে উৎপাদন কমিয়ে দিয়ে গেছে।