আজ 'যাও পাখি বলো তারে' সিনেমার ট্রেলার মুক্তি - Doinik Probaho
শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আজ ‘যাও পাখি বলো তারে’ সিনেমার ট্রেলার মুক্তি

প্রতিবেদক
Sayfullah Saif
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৭:২৬ পূর্বাহ্ণ

সাইফুল্লাহ সাইফঃ

আগামী ৭ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ও চিত্রনায়ক আদর আজাদ-মাহিয়া মাহি, শিপন মিত্র অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’।

সিনেমা মুক্তি সামনে রেখে আজ ১৭ সেপ্টেম্বর  সিনেমাটির ট্রেলার মুক্তি পাচ্ছে।

এ উপলক্ষে এফডিসির ৮ নম্বর ফ্লোর ‍‍(এটিএন বাংলার হল রুমে) রাত ৮ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 ছবিটির টিজার, ট্রেলার গান প্রকাশ মধ্য দিয়ে প্রচারণা শুরু করা হচ্ছে।

৭ অক্টোবর রাজধানীর সিনে কমপ্লেক্সসহ সারাদেশের প্রেক্ষাগৃহ  মুক্তি পাবে সিনেমাটি।

ছবির নামের মতো এর প্রথম পোস্টারে রয়েছে না পাওয়ার গল্প। সাদা শুভ্র জমিনের উপর কালোর ছায়া। এর মাঝেই ছবির প্রধান চার চরিত্র মাহিয়া মাহি, আদর আজাদ, রাশেদ মামুন অপু ও শিপন মিত্রের ছবি। তাদের প্রত্যেকের চেহারায় বেদনার ছাপ। হয়তো তারা বলতে চাইছেন, এমন তো হওয়ার কথা ছিল না! নানন্দিক এ পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

মোস্তাফিজুর রহমান মানিক ছবির গল্প প্রসঙ্গে বলেন, এটা অফ ট্র্যাকের ছবি। আমি কখনও এমন সিনেমা তৈরি করিনি। সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে এটি। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়। অনেক দিন বাংলাদেশে নিখুঁত গ্রামের ছবি নির্মাণ হয় না। চেষ্টা করছি সেটি করার।

চিত্রনায়ক আদর আজাদ তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমা মানিক ভাইয়ের হাত ধরে। আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।  এর আগে ২৫ জুন সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’

‘যাও পাখি বলো তারে’ সিনেমার গল্প সম্পর্কে আজাদ আদর আরো বলেন, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে ছবিটি নির্মাণ হয়েছে। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়বস্তু হিসাবে।’

মাহি-আদর ছাড়াও সিনেমাটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিপন মিত্র, রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান।

সর্বশেষ - লিড নিউজ