নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি, মিথ্যা অভিযোগে বিভিন্ন ভাবে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার বনগ্রাম নদনা এলাকায় ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, নদনা গ্রামের ব্যাংকার আজিজুল হক ও তার আত্মীয় স্বজন তারই চাচাতো ভাই আবুল কালাম আজাদের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর ও কুপিয়ে আহত করে। এ ঘটনার পর বিচার চেয়ে আবুল কালাম আজাদ মামলা দায়ের করলে মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকি ও মিথ্যা অভিযোগে হয়রানি করে আসছে। শুধু তাই নয় এলাকার বিভিন্ন মানুষ আজিজুল হকের রোষানালে পরে নিঃশ^ হয়েছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী। এ থেকে রেহাই ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। পরে বিক্ষোভ করে স্থানীয়রা। এসময় ভুক্তভোগী গোলাপ মিয়া, খোকন মিয়া, খাদিজা আক্তার, পারভীন আক্তারসহ অনেকেই বক্তব্য প্রদান রাখেন। মানববন্ধনে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।