ওয়েপ এর আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে অবস্থান কর্মসূচী পালন, স্মারকলিপি প্রদান - Doinik Probaho
মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ওয়েপ এর আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে অবস্থান কর্মসূচী পালন, স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
সাইফুল্লাহ সাইফ
মে ৩০, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

ওয়েপ এর আয়োজনে কিশোরগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে (৩০ মে) বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অবস্থান কর্মসূচী পালন করা হয়। ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোছাঃ মাছুমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ও বাংলা টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ মনোয়ার হোসাইন রনী, কালের নতুন সংবাদ ডট কমের সম্পাদক ও উইডুর পরিচালক খায়রুল ইসলাম, দৈনিক মর্নিং গ্লোরির কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ ফাইজুল হক গোলাপ, হাওর টাইমসের সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, দৈনিক শতাব্দীর কন্ঠের বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার, আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি প্রমূখ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচীটি উপস্থাপনা ও সার্বিক দায়িত্বে ছিলেন দৈনিক তৃতীয়মাত্রার কিশোরগঞ্জ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান লিপন।

কর্মসূচী শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - লিড নিউজ