আপনার একটি শেয়ার হারিয়ে যাওয়া নূর কে ফিরে পেতে পারে বাবা মা - Doinik Probaho
বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আপনার একটি শেয়ার হারিয়ে যাওয়া নূর কে ফিরে পেতে পারে বাবা মা

প্রতিবেদক
সাইফ
জুন ৮, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ

আপনার একটি শেয়ার হারিয়ে যাওয়া নূর কে ফিরে পেতে পারে বাবা মা

কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে প্রাইভেট পড়তে বের হয়ে নূর মুহাম্মদ (১৩) নামে ৮ম শ্রেণির এক ছাত্র গত মঙ্গলবার (৬ জুন) থেকে নিখোঁজ রয়েছে। তাঁকে ফিরে পেতে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি।আপনার একটি শেয়ার হারিয়ে যাওয়া নূর কে ফিরে পেতে পারে বাবা মা। বাবা মার এ রকম ই আকুতি।

নিখোঁজ হওয়া নূর মুহাম্মদ কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সে আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফজলুল হক এর ছেলে।

নিখোঁজ স্কুল ছাত্র নূর মুহাম্মদ এর পিতা মো. ফজলুল হক গত বুধবার (৭ জুন) কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৪৫৩।
নূর মুহাম্মদ তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় বসবাস করে আসছে। দুই ভাইয়ের মধ্যে নূর ছোট। তাকে হারিয়ে তার পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (৬ জুন) বিকাল ৫.২০ মিনিটে প্রাইভেট শিক্ষকের বাসায় যাবার জন্য নুর তার সাইকেল নিয়ে নিজ বাসা থেকে বের হয়। তখন তার পরনে ছিল লাল রঙের টি-শার্ট ও কালো রঙের ট্রাউজার। বাসা থেকে বের হবার পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।

প্রাইভেট শিক্ষকের কাছে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে সে যায়নি। তার বন্ধু-আত্মীয়সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তাকে না পেয়ে পরিবারের লোকজন এ নিয়ে খুব দুঃশ্চিন্তায় রয়েছে।

তাই ছেলেকে ফিরে পেতে মো. ফজলুল হক সকলের সহযোগিতা কামনা করেছেন।

তার কোন খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যোগাযোগঃ ০১৩০৩০৪৮২৩১, ০১৭১০০৯৩৯০৭।

সর্বশেষ - লিড নিউজ