বাংলাদেশে খাদ্যের কোন অভাব হবে না - Doinik Probaho
মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বাংলাদেশে খাদ্যের কোন অভাব হবে না

প্রতিবেদক
সাইফ
জুন ২০, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ

দুর্ভিক্ষ হবেনা’

বাংলাদেশে খাদ্যের কোন অভাব হবে না এবং

দুর্ভিক্ষ হবেনা’

-কিশোরগঞ্জে খাদ্যমন্ত্রি সাধন চন্দ্র মজুমদার

কিশোরগঞ্জ, ২০ জুন ২৩ ঃ খাদ্যমন্ত্রি সাধন চন্দ্র মজুমদার বলেছেন,চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হওয়ায় এবার বিদেশে থেকে কোন খাদ্য আমদানী করতে হবেনা। দেশবাসী নিশ্চিন্তে থাকতে পারেন যে, এবার বাংলাদেশে খাদ্যের কোন অভাব হবে না এবং দুর্ভিক্ষ হবেনা
এটা গ্যারাান্টি দিয়ে আমরা বলতে পারি। তারপরেও স্বল্প আয় ও
নিন্ম বিত্ত এককোটি মানুষের জন্য টিসিবির মাথ্যমে চাল
প্রদানের সিদ্ধান্ত হয়েছে। তিনি আজ বিকেলে কিশোরগঞ্জ জেলার সার্কিট হাউজ মিলনায়তনে
চলমান বোরো সংগ্রহ-২০২৩ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মতবিনিময় সভায় তিনি আরো বলেন, কোন কোম্পানী যেন মজুদ করে রেখে বাজারে সমস্যা আতংক সৃষ্টি করতে না পারে সেজন্য মজুদবিরোধী কঠোর সরকারী আইন করা হচ্ছে। তাছাড়া বিপনন ব্যবস্থায় অপচয় রোধ করতে এবং দুবারের বেশী চাল ছাটাই না করতে পারে সেজন্যও সরকারী আইন করা হচ্ছে।
তিনি বলেন, কৃষককে তার ন্যায্যমুল্য না দিলে একসময় উৎপাদন বন্ধ হয়ে দেশব্যাপী হাহাকার সৃষ্টি হতে পারে। তাই কৃষকদের ন্যায্যমুল্য প্রানের দিকেও সরকার সচেতন রয়েছে।চলমান বোরো সংগ্রহ উপলক্ষে খাদ্যমন্ত্রি বলেন, আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় সহজ করতে কৃষকদের জন্য এ্যাপস চালু করে দিয়েছি। এ্যাপসে নিবন্ধন করা হলে সরকারী লোকেরা কৃষকের বাড়ি গিয়ে ধান
পরীক্ষা করে কেনার প্রক্রিয়া শুরু করবে।
অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক
হোসেন পাটোয়ারি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মসদ আব্দুস সাত্তার সহ অন‌্যরা।

সর্বশেষ - লিড নিউজ