কবি মো.আমানুল্লাহ- এর ৭টি কবিতা - Doinik Probaho
শনিবার , ১১ মে ২০২৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কবি মো.আমানুল্লাহ- এর ৭টি কবিতা

প্রতিবেদক
সাইফুল্লাহ সাইফ
মে ১১, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

🔸কবিতা সমগ্র

ভালবাসি

ভালবাসি আমি আমার দেশের মানুষকে
ভালবেসে দেশকে রক্ষা করেছে যারা।
ভালবাসি আমি মুক্তিযোদ্ধাদের বাহু ভরা শক্তিকে-
ভালবেসে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে যাঁরা ।
ভালবাসি আমি তাঁদের প্রাণ শক্তিকে-
ভালবেসে দেশকে উৎসর্গ করেছে নিজের জীবন যারা
ভালবাসি আমি তাদের সেই মহৎ কাজকে-
ভালবেসে দেশকে অগ্রগতির পথে নিয়েছে যারা ।
ভালবাসি আমি তাদের সেই কর্মকে-
ভালবেসে দেশকে সমাজকর্মী হিসাবে বেচেঁ থাকে যারা।
ভালবাসি আমি সেই সকল নেতাকে-
ভালবেসে দেশকে সঠিক নেতৃত্বে গণতন্ত্র এনে দিয়েছে যারা।
ভালবাসি আমি সেই শহীদদেরকে-
ভালবেসে দেশকে এনে দিয়েছে প্রাণের বাংলা ভাষাকে।
-০-

দুঃখ

তোমার কথা বললে তুমি
আমার কথা শুনলেনা
তোমার পথে চললে তুমি
আমার পথে চললে না ।

দুঃখ শুধু তাই-
তোমার কাছে এখন আমার
বলার কিছু বলার নাই ।

তোমার ব্যাথা, আমার ব্যাথা
এক গিঠেতে হ্নদয় গাথা
নিজের কথা ভাবলে তুমি
আমার কথা ভাবলে না ।

দুঃখ শুধু তাই-
তোমার কাছে এখন আমার
বলার কিছু বলার নাই।
-০-

প্রিয় রাসূল (সা.)

হে রাসূল (সা.), তোমার নেই কোন তুল;
তুমি ছিলে সর্বশ্রেষ্ঠ ও সর্ব শেষ নবী (সা.),
তুমি (বিশ্ব জগতের) রাহমাতুল্লিল আলামিন ছবি-
সৃষ্টির সেরা, সৃষ্টির সুন্দর; নেই কোন তাতে ভূল।

তুমি এসেছো বিশ্ব মানবতার মুক্তির বার্তা বয়ে;
স্রষ্টার এক শাশ্বত-ঐশী বানী নিয়ে,
তাইতো তুমি শান্তি ও রহমতের বারিধারা হয়ে-
যালিমদের সহস্র যাতনা নিরবে নিয়েই সয়ে।

রাসূল (সা.), হে প্রিয়তম রাসূল (সা.) আমার;
আল্লাহর দিকে মানবকে ডেকেছো
গাল-মন্দ ও নির্যাতন সহ্য করেছো-
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দাওয়াতে রক্ত ঝরেছে তোমার।

মানবের মুক্তির অন্বেষনে তুমি ব্যাকুল ছিলে;
তোমার মতো মানব হিতৈষী আর কে পারে হতে,
পথভ্রষ্ট মানুষ তোমার জ্যোতির্ময় স্পর্শেতে-
সঠিক পথের সন্ধান দিতে নিজেকে বিলিয়ে দিলে।
-০-

ভুলে-যাও : মিশে-যাও

এই দেখ আমি তোমারই দিকে বাড়িয়েছি দুটি হাত;
নিজেই সেজেছি অপরাধী, ভুলে যাও সংঘাত ।
পারবে কি সবকিছু ভুলে ছুটে এসে খুব কাছে-
বুকের ভেতর খুঁজে দেখতে কত ভালবাসা জমা আছে ।

তোমারই জন্য দিন-রাত কাটিয়াছি নিদ্রাহীন,
তোমারই জন্য আমার হদয় ছিল সীমাহীন ।
আসইনা এখন সব ভুলে গিয়ে-
পাখির মতো আকাশে উড়ি গিয়ে।

মানুষে-মানুষে সংঘাত ভুলে যাও,
দু’টি হদয়ের এক গিঁটে মিশে যাও ।
আমি-তুমি রয়েছি মিশে-খুঁজলে পাবে দেখা-
বুঝবে তখন আমি-তুমি নেই কেউ আলাদা বা একা ।
-০-

আমার বাংলার মাটি

চির অম্লান, চির ইতিহাস
হে বাংলার মাটি,
পৃথিবীর অন্য মাটির চেয়েও
তুমি সবার চেয়ে খাঁটি ।
বায়ান্ন-এর ভাষা আন্দোলনে
করেছো কত রক্তদান
একাত্তরের আন্দোলনে
করেছো একে পূর্ণদান ।
যাদের ত্যাগে বাংলার মাটি
হয়েছে এত খাঁটি,
ধন্য তাদের কর প্রভূ
যারা হয়েছে শহীদ-গাজী
শস্য-শ্যামল কতইনা সুন্দর
আমার বাংলার মাটি,
এ দেশেতে জন্ম হয়ে
হয়েছি এত খাঁটি ।
-০-

যে কবিতা চাই

বর্তমানে কী খঁজে পাই বিশ্বাসী কবির কবিতা
যে কবিতায় আদর্শ জীবনের কথা থাকে,
যে কবিতায় ন্যায়, সত্য ও সুন্দর জয়গান থাকে,
যে কবিতায় সৎ জীবনের আদর্শ গড়ার কথা থাকে
যে কবিতায় আত্বশুদ্ধির চেতনাকে জাগ্রত করে ।
যে কবিতায় ঐশী প্রেমের কথা থাকে,
যে কবিতায় নির্যাতন ভোগ-বিলাস,
পরিহার করার কথা বলে ।
যে কবিতায় জীবনকে অধঃপতন থেকে বাঁচায়,
সে মহান কবির কবিতা চাই-
যাতে আছে মানবের দিক-নির্দেশ ।
সে মহান কবির কবিতা
আজ বড়ই প্রয়োজন ।
আছে কি এই বাংলার বুকে
এমন কবির কলমের ছোয়াঁয়
জীবন গড়ার জয়গান জোগাবে ।
-০-

এবার এসো সঠিক পথে

হে যুবক,
তুমি কি পারনা
অন্যায়ের বিরুদ্ধে রুখতে ?
সন্ত্রাস-নির্মূল করতে ?
সত্যের পথে চলতে ?
কে বাঁধা দিয়েছে তোমাদের ?
হে যুবক,
কেন আসছো না ভাল পথে ?
কেন আজ কিছু সংখ্যক যুবকরা
অন্যায়-অত্যাচার নিজেকে মগ্ন করে ?
কেন আজ যুবকরা.
সন্ত্রাস-দূর্নীতিতে পা রাখে ?
না, না আর না হে যুবক-
এবার একটি সুন্দর দেশ গড়ার জন্য
তোমাদেরই এগিয়ে আসা প্রয়োজন ।
হে যুবক,
তোমরাই পার একটা সুন্দর জাতি গঠন করতে
এবার ঐক্যের শপথ নিয়ে এগিয়ে আস
আর পিছনের দিকে চেয়ে রয় না,
প্রাচ্যের অপসংস্কৃতির বেড়াজালে।
আর কতদিন থাকবে পিছনে পড়ে
এবার এসো সঠিক পথে ।
-০-

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ

কিশোরগঞ্জের জেলা পুলিশের পরিবেশনায় অভিশপ্ত আগষ্ট নাটক প্রদর্শিত

রাজধানীতে শান্তি সমাবেশ: আওয়ামী লীগের দখলে থাকবে রাজপথ কাদের

কিশোরগঞ্জের ইটনাতে ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের দরজা-জানালা খোলা রাখতে বলেছেন হাইকোর্ট

বঙ্গভবনে বিশ্বকাপ

আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

অবলা নারী

তাড়াইলে ৮ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এমপি লিপি