নিজস্ব প্রতিনিধিঃ
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কিশোরগঞ্জের ইটনায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার নেতারা।
আজ শনিবার (১২ অক্টোবর) ইটনা উপজেলা সদর ও জয়সিদ্ধি ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দেন দলটির নেতারা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইটনা উপজেলা শাখার আমির হাফেজ আবুল হোসাইনের নেতৃত্বে ইটনা ও জয়সিদ্ধিতে পূজা মন্ডব পরিদর্শন করেন ঢাকা মহানগর উত্তরের আইনজীবী বিভাগের সেক্রেটারি এড. রোকন রেজা শেখ।
এছাড়াও ইটনা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও: আব্দুস সালাম, সাবেক সেক্রেটারি মাও: শফিকুল ইসলাম জামায়াত নেতা মাও. নুরুল্লাহ, মাও ইঊনুস, হাফেজ আব্দুন নুর, ডা. মুশাররফ হোসেনসহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তরের আইনজীবী বিভাগের সেক্রেটারি এড. রোকন রেজা শেখ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলার হিন্দু সম্প্রদায়ের ভাইদের পাশে আছে। আমরা তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখছি এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করার আশ্বাস দিয়েছি।
মণ্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির নেতৃবৃন্দরা জামায়াতে ইসলামীর ইটনা উপজেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা পোষণ করেন।