আশুলিয়া ঘোষবাগ এলাকায় ব্লাস্ট আয়োজিত লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত - Doinik Probaho
শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আশুলিয়া ঘোষবাগ এলাকায় ব্লাস্ট আয়োজিত লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
সাইফুল্লাহ সাইফ
অক্টোবর ১৯, ২০২৪ ৫:০২ পূর্বাহ্ণ

:: নিজস্ব প্রতিনিধি ::

সাভার আশুলিয়া ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ১৮ অক্টোবর ’২৪ তারিখ শুক্রবার সজাগ কোয়ালিশনের পক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) পিজিজে প্রকল্পের সহায়তায় দিনব্যাপী একটি লিগ্যাল এইড ক্যাম্পের আয়োজন করে। এলাকায় বসবাসকারী দরিদ্র ও অসহায় জনসাধারণ, বিশেষ করে শ্রমিকদের মধ্যে আইনি প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান, আইন সহায়তার জন্য আবেদন গ্রহনসহ বিভিন্ন সেবা প্রদানের উদ্দেশ্য নিয়ে ‘লিগ্যাল এইড ক্যাম্প’ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ক্রিশ্চিয়ান এইড ও ব্লাস্টের প্রতিনিধি, প্যানেল আইনজীবী এবং প্যারালিগ্যালগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পে জেন্ডার ভিত্তিক ও নারীর প্রতি সহিংসতা ও তার প্রতিকার, যৌন হয়রানীর প্রতিকার, শ্রম আইন, পারিবারিক এবং জমিজমা সংক্রান্ত বিষয়ে বিষয় ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর, পরামর্শ প্রদান ও আইন সহায়তার জন্য আবেদন গ্রহণ করা হয়। এসময় গার্মেন্টস ও অন্যান্য শিল্পের শ্রমিক, আত্মনির্ভর দল ভলান্টিয়ার, শিক্ষক, ছাত্র, গৃহিণী, কমিউনিটি নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি (কেয়ার বাংলাদেশ) সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় চার শতাধিক মানুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।

বিষয় ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর ও আইনি পরামর্শ প্রদান করেন – ব্লাস্ট এর পরিচালক (আইন) মো: বরকত আলী, ব্লাস্টের প্যানেল আইনজীবী ও ঢাকা শ্রম আদালতের অ্যাড. জহুরুল হক ও জেলা জজ আদালতের অ্যাড. জেসমিন চৌধুরী রুবি।

ব্লাস্ট-এর প্রোগ্রাম স্পেশালিষ্ট মো: তৈয়্যেবুর রহমান এর সঞ্চালনায় লিগ্যাল এইড ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন- ক্রিশ্চিয়ান এইড এর মিল স্পেশালিস্ট সাফিকা নওরিন ঐশী, ব্লাস্ট -এর সিনিয়র আউটরিচ অফিসার মো: আমানুল্লাহ, স্টাফ আইনজীবী শেখ আহমেদুল কায়সার, এসোসিয়েট আউটরিচ অফিসার হাবিবা আক্তার এবং ব্লাস্টের স্থানীয় প্যারালিগ্যাল মো: ওলিউল্লাহ, আরিফুর রহমান ও খালেদা আক্তার প্রমূখ।

সর্বশেষ - লিড নিউজ