প্রতিনিধি, কিশোরগঞ্জ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারিকান্দা গ্রামের নিহত সিফাত উল্লাহর পরিবারকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেয়া অনুদানের টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য মোঃ আকাশ বেপারী (২১) কে গ্রেফতার করেছে সিআইডি।
অনুসন্ধানে জানা যায়, জেলার পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারিকান্দা গ্রামের মাওলানা নূরুজ্জামানের পুত্র সিফাত উল্লাহ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এমদাদুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিল। সে গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিহত সিফাতের পরিবারকে ১ লাখ ৫৬ হাজার ১৫০ টাকার অনুদান দেয়। কিš‘ এই টাকার দিকে নজর পড়ে প্রতারক চক্রের। গত ৬ অক্টোবর প্রতারক চক্রের এক সদস্য অর্থ মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের পরিবারকে আরও ৫ লাখ টাকা অনুদান দিবে বলে সিফাতের পরিবারকে কল দেয়। এরপর অনুদান দেয়ার কথা বলে ব্যাংক হিসাব নম্বর চায় এবং কৌশলে এটিএম কার্ডের তথ্য নিয়ে নেয়। এমনকি টাকা দেয়ার সিরিয়াল নাম্বারের কথা বলে ওটিপি নিয়ে নেয়। এরপর প্রতারক চক্রটি কৌশলে কার্ডের টাকা হাতিয়ে নেয়। পরে নিহত সিফাতের পরিবারের লোকজন জানতে পারে তারা প্রতারণার শিকার হয়েছে।
নিহতের পিতা নুরুজ্জামান পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাকুন্দিয়া থানা পুলিশ ও সাইবার মনিটরিং ইউনিটকে বিষয়টি জানালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাইবার মনিটরিং টিম নজরে আনেন। এক পর্যায়ে প্রতারক চক্র ও অপরাধের ধরণ সনাক্ত করে সিআইডি। সাইবার ইউনিট প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে চক্রটি প্রতারণার টাকা দিয়ে বিভিন্ন অনলাইন কেনাবেচার প্লাটফর্ম থেকে ভূয়া নাম ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে পণ্য ক্রয় করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৮ অক্টোবর সিআইডির সাইবার ইন্টিলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি টিম মাদারিপুর জেলার শিবচর সূর্য্যনগর এলাকায় অভিযান চালিয়ে চৌধুরী কান্দি দত্তপাড়া গ্রামের ইসকান বেপারীর পুত্র আকাশ বেপারী (২১) কে গ্রেফতার করে।
সিআইডির পুলিশ সুপার (মিডিয়া) মোঃ আজাদ রহমান জানান, আকাশসহ ১৪-১৫ জনে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নিত। একইভাবে মাদ্রাসার ছাত্র সিফাতের শোক না কাটতেই তার পরিবারের কাছে দেয়া অনুদানের টাকা কৌশলে হাতিয়ে নেয় এই চক্রের সদস্যরা।