কিশোরগঞ্জে টাকার জন্য বন্ধুদের নিয়ে নিজের বাবাকে গলাকেটে হত্যা  - Doinik Probaho
রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কিশোরগঞ্জে টাকার জন্য বন্ধুদের নিয়ে নিজের বাবাকে গলাকেটে হত্যা 

প্রতিবেদক
সাইফুল্লাহ সাইফ
অক্টোবর ২৭, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ

আলাউদ্দীন শুভ, কিশোরগঞ্জ : 

টাকার জন্য বন্ধুদের নিয়ে বাবাকে গলাকেটে হত্যা করেছে ছেলে। হত্যার সময় ধান ক্ষেতে বাবার মাথা চেপে ধরেন ছেলে সোহেল মিয়া। গত ১৯ অক্টোবর রাতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের কাছে জবানবন্দিতে বাবাকে গলাকেটে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন নিহতের ছেলে গ্রেপ্তার সোহেল মিয়া।

শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী।

সংবাদ সম্মেলনে  পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, কৃষক নিবু মিয়ার হত্যাকান্ডের ঘটনার সাথে নিহত কৃষক নিবু মিয়ার ছোট ছেলে সোহেল সহ আরও তিন জন মোঃ বাবুল মিয়া (৩২) মোঃ সোহেল মিয়া (২৪) মোঃ নজরুল ইসলাম (৪৫) মোঃ সুমন মিয়া (২৬) জড়িত ছিল। পরে এ ঘটনায় তাদের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তিতে তারা ঘটনা সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে। 

তিনি আরও বলেন,  মামলা দায়েরের পর পুলিশের একটি দল প্রযুক্তিগত ও গোপন তথ্যের ভিত্তিতে বাজিতপুর উপজেলার দক্ষিণ পিরিজপুর বাজার এলাকা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আসামি মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করে। আসামি নিজেই স্বীকারোক্তি দেয় ভিকটিমের সঙ্গে থাকা নগদ ৭০ হাজার টাকা খুনিরা ভাগবাটোয়ারা করে নিয়ে যায়। আসামি বাবুল মিয়ার তথ্যে হত্যাকাণ্ডে জড়িত ভিকটিমের ছোট ছেলে সোহেল মিয়াসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, এক বছর আগে ভিকটিম নিবু মিয়া জমি বিক্রি করেন ২১ লাখ টাকা। সে টাকা থেকে ছয় লাখ টাকা দিয়ে তার ছোট ছেলে সোহেল মিয়াকে বিদেশে পাঠায়। কিন্তু সোহেল বিদেশে থাকতে পারেনি। দেশে চলে এলে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। সংসার চালাতে এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে পুরাতন অটোরিকশা কিনেন সোহেল। কিন্তু সোহেল তার বাবার কাছে জমি বিক্রির আরও যে টাকা ছিল তা তাকে দিতে বলে। এ টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। ভিকটিম নিবু মিয়া টাকাগুলো তার সঙ্গে রাখতেন।

উল্লেখ্য, গত ২০অক্টোবর দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশের ধান ক্ষেত থেকে  হাত-পা বাঁধা গলাকাটা অবস্থায় কৃষক নিবু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন তার অন্য ছেলে আব্দুর রহমান হৃদয় বাদি হয়ে বাজিতপুর থানায় (মামলা নং-১৬) একটি হত্যা মামলা দায়ের করে।

 

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জের হাওরে পুলিশ ক্যাম্পগুলো জনগনের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে… এম পি তৌফিক

কিশোরগঞ্জে পিতার লালসার শিকার নিজ মেয়ে ৬ মাসের অন্তঃসত্ত্বা

যাও পাখি বলো তারে’ ০৭ অক্টোবর মুক্তি পাচ্ছে

আশুলিয়া খেজুরবাগানে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত

মাদকের টাকা না পেয়ে ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

গোপালগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো বীজতলা 

আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

সরকার অবশ্যই জিয়ার শাসনামলের সেনা হত্যা, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিচার করবে : প্রধানমন্ত্রী

শ্বশুর বাড়িতে যুবকের মৃত্যু, বউ-শাশুড়ি কারাগারে