:: স্টাফ রিপোর্টার ::
কিশোরগঞ্জে যমুনা ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর মত বিনিয়ময় সভা অনুষ্ঠিত হয়েছে।
যমুনা ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ম্যানেজার মামুন আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলন কিশোরগঞ্জ বি আর ডি বির উপ পরিচালক জহিরুল হক খান, যুব উন্নয়ন উপ পরিচালক শাহদাত হোসেন , প্রমূখ। মত বিনিময় সভা সঞ্চালনায় ছিলেন যমুনা ব্যাংকের সাব ম্যানেজার জনাব ওয়াহিদুজ্জামান । বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নিন্ম আয়ের পেশাজীবি, উদ্যোক্তা , নারী উদ্যোক্তাদের সাথে আর্থিক অন্তভক্তি বিষয়ে এ সভা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।