বিনোদন ডেস্ক :
শুক্রবারে রিলিজ হতে যাচ্ছে এই সময়ের তরুণ গীতিকবি মস্তোফা জামাল জানী’র লেখা অসম্ভব একটা বিরহের গান “দুঃখ পুষি” আরেক তরুণ কন্ঠ শিল্পী কিশোর আইভি’র মিউজিক কম্পোজিশনে ও তারই গাওয়া চমৎকার একটি গান গীতিকার ও শিল্পী দুজনেই এই গানটি নিয়ে অনেক আশাবাদি। গানটি শোনবার জন্য আমন্ত্রণ রইল। গানটি আসছে “কিশোর আইভি ইউটিউব অফিসিয়াল” চ্যানেল থেকে।