কিশোরগঞ্জ প্রতিনিধি। মাসুকুর রহমান
আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কিশোরগঞ্জে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয়। পরে সংগঠনের জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফজলে করিম মোঃ নাজমুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুল হক।
বক্তারা বলেন, মানবাধিকার শুধু একটি শ্লোগান নয়, এটি প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। নির্যাতন, দমন-পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তারা আরও বলেন— মানবাধিকার সুরক্ষা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব।
বক্তারা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
📌 এবারের প্রতিপাদ্য:
“মানবাধিকার, আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়”

ছবিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যরা ব্যানার হাতে র্যালিতে অংশগ্রহণ করতে দেখা যায়।
✍️ প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ