করিমগঞ্জ প্রতিনিধিঃ এইচ এম,তানভীর আহমেদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ওলামা দল করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালিব ও সেক্রেটারি হাফেজ মাওলানা তানভীর আহমেদ।
সভাপতি হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালিব বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুশাসন ও অসাম্প্রদায়িক নেতৃত্বের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে আমরা একটি অমূল্য রত্নকে হারিয়েছি। আমাদের প্রার্থনা, তার আত্মা শান্তি পাক এবং তিনি যে ন্যায় ও সততার পথ দেখিয়েছেন, তা আমরা অনুসরণ করবো।”
সেক্রেটারি হাফেজ মাওলানা তানভীর আহমেদ যোগ করেন, “এই শোকের দিনে আমাদের হৃদয় ভারাক্রান্ত। বেগম খালেদা জিয়ার অসীম ধৈর্য, সাহস ও রাষ্ট্রনায়কীয় গুণাবলী সবসময় আমাদের প্রেরণা জোগাবে। তার অবদান চিরদিন ইতিহাসে জ্বলজ্বলে থাকবে।”
উক্ত শোকবার্তাগুলো জাতীয়তাবাদী ওলামা দল করিমগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে নেতারা দেশনেত্রীর জন্য বিশেষ দোয়া ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।